
সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবেই—এমন সোজাসাপ্টা বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংসদে বসে বসে সংবিধান বদলানো চলবে না। জনগণের অনুমতি নিয়েই সেটা করতে হবে।”
তিনি আরও বলেন, “মৌলিক সংস্কার ও বিচার আমাদের প্রধান দাবি। নির্বাচন নিয়ে আপাতত কোনো রোডম্যাপ নেই। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করছি, কিন্তু জোটে যাওয়ার চিন্তা এখনই নেই।”
গণঅভ্যুত্থানের পথ থেকেই তারা রাজনীতিতে এসেছেন জানিয়ে নাহিদ বলেন, “জনগণ নতুন গণতন্ত্রের পথে হাঁটবে, আমরাও সেই পথেই হাঁটবো।”
বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংসদে বসে বসে সংবিধান বদলানো চলবে না। জনগণের অনুমতি নিয়েই সেটা করতে হবে।”
তিনি আরও বলেন, “মৌলিক সংস্কার ও বিচার আমাদের প্রধান দাবি। নির্বাচন নিয়ে আপাতত কোনো রোডম্যাপ নেই। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করছি, কিন্তু জোটে যাওয়ার চিন্তা এখনই নেই।”
গণঅভ্যুত্থানের পথ থেকেই তারা রাজনীতিতে এসেছেন জানিয়ে নাহিদ বলেন, “জনগণ নতুন গণতন্ত্রের পথে হাঁটবে, আমরাও সেই পথেই হাঁটবো।”