সমাবেশের ঘোষণা শ্রমিক দলের

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৬:০৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৬:০৪:০৭ অপরাহ্ন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল (১ মে) নয়া পল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, “বেলা ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হবে। পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। লিফলেট বিতরণ, ব্যানার-ফেস্টুনসহ সব প্রস্তুতি চলছে।”

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়সহ দলের সিনিয়র নেতারা।

রিজভীর ভাষায়, “আজ দেশের সবচেয়ে অবহেলিত শ্রেণি শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অল্প মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার না থাকায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছে। কলকারখানা বন্ধ, ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক।”

তিনি বলেন, “সরকারি পাট-চিনিকল বন্ধ করে শ্রমিকদের পথে বসানো হয়েছে। ১০ বছরেও হয়নি নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা। অথচ বাজারে নিত্যপণ্যের দাম লাগামছাড়া।”

সংবাদ সম্মেলনে শ্রমিক দলের শিমুল বিশ্বাস, আনোয়ার হোসাইন, সুলতান টুকু, হুমায়ুন কবিরসহ নেতারা উপস্থিত ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv