শেহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যা বললেন

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:১১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:১১:১৩ অপরাহ্ন
কাশ্মির কেন্দ্রিক চলমান উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান তিনি।

ফোনালাপে রুবিও বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিল্লি ও ইসলামাবাদকে একসাথে কাজ করতে হবে।’ পাশাপাশি, পেহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনায় ভারতের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “কাশ্মির ঘিরে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কো রুবিও। জয়শঙ্করের সঙ্গে কথায় পেহেলগামে নিহতদের প্রতি গভীর শোকও জানান তিনি।”

অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাকে পেহেলগাম হামলার নিন্দা জানানোর আহ্বান জানান রুবিও। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সরাসরি যোগাযোগ ও দ্বিপক্ষীয় আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি।

রুবিও বলেন, “ভারতের সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। তবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গেও ভারতকে কথা বলতেই হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv