মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপুর সোয়া ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।
দুপুর ১২টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশ তৈরি করে সমাবেশস্থল।সমাবেশ শুরুর আগেই মাথায় গামছা বেঁধে হাজির রিকশা চালক নজরুল ইসলামও। এমন ৭৫টি মে দিবস পেরিয়ে আসা নজরুল ইসলামের প্রত্যাশা, সত্যিকারের অধিকার পাবেন শ্রমিকরা।পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক সমাবেশে হাজির হন নারীরাও। নারীবান্ধব কর্ম পরিবেশ দাবি তাদের। বিএনপি ক্ষমতায় এলে শ্রম অধিকার নিশ্চিত করবে, বলে প্রত্যাশা শ্রমিকদের।
শ্রমিক দলের নেতারা বলছেন, বৃহত্তর শ্রমিক সমাবেশে গার্মেন্টস-কলকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা শুরু হবে।শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ কেন্দ্রীয় নেতারা।বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।