সশস্ত্র মহড়া শুরু করল পাকিস্তান সেনাবাহিনী

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৪:৩৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৪:৩৮:১৪ অপরাহ্ন
নিজস্ব যুদ্ধ কৌশলের পরিপ্রেক্ষিতে, ‘আধুনিক অস্ত্রের দৃষ্টিভঙ্গি সম্বলিত’ সশস্ত্র মহড়া শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (০১ মে) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।শত্রুর যেকোনো আগ্রাসনের পূর্ণ ও কঠোর জবাব দেয়াই এ যুদ্ধ মহড়ার মূল লক্ষ্য বলে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।



 
জিও নিউজ বলছে, মহড়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যরা তাদের পেশাদার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে শত্রুর যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার সংকল্প এবং প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের সঙ্গে পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ আসিম মালিক। গত তিন বছর ধরে শূন্য পড়ে থাকা ওই পদে নিয়োগ পেলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচলক।


 
পাকিস্তানের সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মালিক আইএসআই প্রধানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। আইএসআই প্রধান দেশটির দশম এনএসএ হলেন। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv