নেটিজেনদের মন্তব্যের উত্তরে নুসরাত বললেন, ‘তারা ফ্রাস্ট্রেটেড’

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:৪০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:৪০:৫১ অপরাহ্ন
টালিউডে আসছে নতুন চলচ্চিত্র ‘আড়ি’, যেখানে পর্দা ভাগ করছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান। তবে এই সিনেমার মূল আকর্ষণ কেবল রোমান্স নয়—গল্প ঘুরে দাঁড়িয়েছে এক মা-ছেলের গভীর সম্পর্ককে কেন্দ্র করে। এ চরিত্রে যশের মায়ের ভূমিকায় অভিনয় করছেন বাংলা সিনেমার এক সময়ের আইকনিক অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।

একটা সময় মৌসুমি মানেই ছিল বাংলা ছবির এক অনুভবের নাম—নস্ট্যালজিয়ার প্রতিচ্ছবি। এবার সেই পরিচিতি ছাপিয়ে তিনি আসছেন এক মমতাময়ী মায়ের চরিত্রে, আর তাতেই নতুন করে আলোচনায় ফিরছেন তিনি।

সম্প্রতি এই চলচ্চিত্র নিয়ে ভারতের একটি গণমাধ্যমে কথা বলেন যশ ও নুসরাত। যেখানে শুধু সিনেমার গল্প নয়, আলোচনায় উঠে আসে নেটমাধ্যমের অতিরিক্ত নেতিবাচক দিকও—বিশেষ করে, তাদের পোস্টে寄 যে ধরনের কুমন্তব্য ধেয়ে আসে, তা নিয়েও।

নুসরাত বলেন, “যারা মা-বাবাকে তুলে গালি দেয়, আমি বিশ্বাস করি তাদের বাবা-মায়েরা জানেন না যে তাদের সন্তান এমন কাজ করছে। যদি জানতেন, তারা সেটা মেনে নিতেন না।”

যশ দাসগুপ্ত যোগ করেন, “কোনো মা-বাবা সন্তানকে এমন শিক্ষা দিতে পারেন না। যারা এসব করে, তাদের মানসিক সাহায্য দরকার। তারা চাইলে জিম করতে পারে, ওজন তুলতে পারে, ঘাম ঝরালে হয়তো তাদের ফ্রাস্ট্রেশন কেটে যাবে।”

নুসরাত আরেক ধাপ এগিয়ে বলেন, “এই গালাগাল করা লোকগুলো আসলে ভীষণ হতাশাগ্রস্ত। তারা নিজের জীবনের প্রতি বিরক্ত, তাই অন্যকে আঘাত করে শান্তি খোঁজে।”

যশ-নুসরাতের ‘আড়ি’ যেখানে মা-ছেলের আদর, সম্পর্ক ও ভালোবাসার গল্প তুলে ধরছে, সেখানে তাদের পোস্টে ‘মা’ শব্দটিকে অপমান করার প্রবণতা নিয়েই হতাশ এই তারকা জুটি। এমন পরিস্থিতিতে তাদের এই সংবেদনশীল ও পরিণত মন্তব্য ভক্তদের কাছেও পৌঁছে দিতে চান তারা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv