ভুট্টার আড়ালে গাঁজা চাষ, আটক ২

আপলোড সময় : ০২-০৫-২০২৫ ১০:০৬:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৫ ১০:০৬:৪০ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে ভুট্টা চাষের আড়ালে গাঁজা চাষ করছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৪টি গাঁজার গাছসহ তাদের আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (১ মে) রাতে এই অভিযানে আটক হন গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩২) এবং সবুজ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (১৯)।



 
ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফুলহরি গ্রামের একটি ভুট্টা খেতে অভিযান চালানো হয়। সেখানে বসতঘরের পাশে ভুট্টার খেতের মধ্যে গাঁজার গাছ রোপণ করা হয়েছিল। অভিযানে ১৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।




 
তিনি আরও জানান, আটকরা মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv