ভারতীয় গান বন্ধ করে কড়া জবাব পাকিস্তানের

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০২:৫৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০২:৫৪:১২ অপরাহ্ন

কাশ্মিরের পেহেলগাঁওকাণ্ডের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক সংঘর্ষ। চলছে দুই দেশের একের পর এক পালটাপালটি নিষেধাজ্ঞা আরোপ। এর ছোঁয়া লেগেছে শোবিজ অঙ্গনও। বিশেষ করে পাকিস্তানি তারকাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এবার কড়া জবাব দিল পাকিস্তান। তাদের এফএম রেডিও থেকে সরিয়ে দেওয়া হলো সকল ভারতীয় গান। 





সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিবেচনায় দেশের সমস্ত এফএম স্টেশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সমস্ত গান।দীর্ঘদিন ধরে পাকিস্তানের এফএম স্টেশনগুলোতে বাজত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে আরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান। কিন্তু এবার সেই সুর থেমে গেল সেদেশের বেতার জগতে।পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারা এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘জাতীয় সংহতির প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। এক প্রজ্ঞাপনে লেখা হয়েছে, ‘পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে, তা সারা দেশের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের বার্তা দেয়। কঠিন সময়ে জাতীয় একতা, শান্তি ও দেশাত্মবোধের পক্ষে দাঁড়ানোর এই চেষ্টাকে আমরা সম্মান জানাই।’




 

এই পদক্ষেপকে কুটনৈতিক চাল হিসেবেই দেখছেন অনেকেই। কারণ ভারত ইতোমধ্যেই পাকিস্তানের ১৬টি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ চ্যানেলগুলির মধ্যে রয়েছে সামা টিভি, অ্যরি নিউজ, ডন নিউজ এবং জিও নিউজ-এর মতো জনপ্রিয় গণমাধ্যম। এদিকে ভারতীয় ব্যবহারকারীদের কাছে আর দৃশ্যমান নয় মাহিরা খান, হানিয়া আমির, আলি জাফরের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইলও। ভারত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv