আওয়ামী লীগ নিষিদ্ধই সবচেয়ে বড় সংস্কার: হাসনাত

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:২৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:২৮:৪১ অপরাহ্ন
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে—এ বিষয়ে কোনো ‘যদি’, ‘কিন্তু’ বা ‘অথবা’ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সেখানে স্পষ্টভাবে বলেন, “আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে। যারা আবরার ফাহাদ বা শহীদ আলিফের রক্ত মাড়িয়ে ক্ষমতায় থাকে, তাদের এই দেশে ঠাঁই নেই।”

হাসনাত আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে বলেন, “এরা কোনো রাজনৈতিক দল নয়। একাত্তর পরবর্তী সময় শেখ মুজিব বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছেন। তাদের লুটপাটের কারণেই চুয়াত্তরের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ প্রাণ হারায়।”

এসময় শেখ হাসিনার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

নারী সংস্কার ইস্যুতেও নিজের অবস্থান পরিষ্কার করেন এনসিপির এই নেতা।
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অপ্রয়োজনীয় সংস্কার পাশ কাটিয়ে এমন সংস্কার করুন, যাতে নারীর সম্মান ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে।”

উল্লেখ্য, নারী অধিকার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বর ট্র্যাজেডিসহ আওয়ামী আমলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে শনিবার হেফাজতে ইসলাম মহাসমাবেশের আয়োজন করে।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv