যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের কাছে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৩০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৩০:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সন্নিকটে পর্যটকবাহী একটি বাস ও একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। খবর বিবিসির।বৃহস্পতিবার (১ মে) আইডাহোর পূর্বাঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে ১৪ জন যাত্রীসহ একটি ট্যুর বাস এবং একটি চেভি পিকআপ ট্রাক মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে যায় বলে জানিয়েছে আইডাহো রাজ্য পুলিশ।পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসে থাকা ছয়জন ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে আঘাত গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় বা জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি।




এই ঘটনার পর মহাসড়কটির ওই অংশ সাত ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়, যা ইয়েলোস্টোন পার্কের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই পার্কে পর্যটনের মৌসুম চলায় সড়কটি ছিল অত্যন্ত ব্যস্ত।দুর্ঘটনার একটি ছবি তুলেছেন স্থানীয় বাসিন্দা রজার মেরিল, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, 'আমি বাড়ি ফিরছিলাম তখন দেখি দুইটি গাড়ি জ্বলছে এবং পথচারীরা আহতদের সহায়তা করার চেষ্টা করছেন।'মেরিল বলেন, ওই সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এটি পার্কে যাওয়ার প্রধান রুট হওয়ায় দিনে প্রচুর গাড়ি চলাচল করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মারাত্মক গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে।নিহতদের পরিচয় পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ার পর স্থানীয় করোনা অফিসের মাধ্যমে প্রকাশ করা হবে।






উল্লেখ্য, ইয়েলোস্টোন পার্ক আইডাহো, ওয়াইওমিং ও মন্টানা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এবং প্রতি বছর গড়ে ৪০ লাখ পর্যটক সেখানে ভ্রমণ করেন, যাদের বেশিরভাগই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে যান।এই দুর্ঘটনা পার্কে ভ্রমণরত পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং স্থানীয় প্রশাসন যাতায়াত নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।এই ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে বাড়তি সতর্কতা ও মনিটরিং প্রয়োজন বলে মত দিয়েছেন স্থানীয়রা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv