আইপিএল: প্লে-অফ সম্ভাবনায় যেসব দল

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৫৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৫৬:২৭ অপরাহ্ন
৭৪ ম্যাচের আইপিএলের ১৮তম আসর শুরু হয়েছে ২২ মার্চ, শেষ হবে ২৫ মে। ১০ দলের এই লড়াইয়ে প্রত্যেককে খেলতে হবে ১৪টি করে ম্যাচ। অধিকাংশ দল ইতোমধ্যেই খেলেছে ১০টি করে ম্যাচ। তাই এবার শুরু হয়েছে শেষ চারে ওঠার হিসাব-নিকাশ।

টেবিলের ওপরের দিকে মুম্বাই, গুজরাট, বেঙ্গালুরু আর পাঞ্জাব। টানা ছয় ম্যাচ জিতে মুম্বাই উঠে গেছে নেট রান রেটে সবার ওপরে। ৩ ম্যাচ হাতে রেখে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট—আর একটা জয়ই যথেষ্ট প্লে-অফে পা রাখার জন্য।

গুজরাটেরও সমান পয়েন্ট, তবে হাতে আছে আরও ৪ ম্যাচ। শুভমান গিলের দল চাইলে খুব সহজেই শেষ চারে জায়গা করে নিতে পারে।

পিছিয়ে নেই কোহলির বেঙ্গালুরু। পয়েন্ট ও নেট রান রেটের হিসেবে গুজরাটের সঙ্গে সমানে সমান টক্কর দিচ্ছে তারা। তাই শেষ চারে ওঠার দৌড়ে মুম্বাই-গুজরাটের সাথেই নাম লেখাতে পারে আরসিবি।

এরপরেই পাঞ্জাব। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোয় জয় দরকার তাদেরও।

টেবিলের মাঝখানে দিল্লি, লাখনৌ আর কলকাতা। দিল্লির ১২ পয়েন্ট, লাখনৌয়ের ১০। শেষ চার ম্যাচের প্রতিটিই জিততে হবে তাদের। একই সমীকরণ কলকাতার জন্যও, যাদের পয়েন্ট ৯। একটি ম্যাচ হারলেই ছিটকে যাবে তারা।

তবে রাজস্থান আর চেন্নাইয়ের জন্য টুর্নামেন্ট ইতোমধ্যেই শেষ। হায়দরাবাদ এখনও টিকে আছে কাগজে-কলমে, তবে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শেষ চার ম্যাচে বড় ব্যবধানে জয় চাই, সঙ্গে চাই অন্য দলের ফলাফলও নিজের পক্ষে যাওয়া।

শেষ চারে কারা থাকবে, সেটা নির্ধারণ হয়ে যাবে আগামী এক-দুই ম্যাচেই। কেউ এক পা বাড়াচ্ছে প্লে-অফে, কেউ অপেক্ষায় বিদায়ের।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv