তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদর ৩৪ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৫:৩৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৫:৩৯:১৫ অপরাহ্ন
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২ মে) এই রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৬৯ বছর বয়সী লারাইদ তিউনিসিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল এননাহদার নেতা ছিলেন। ২০১১ সালের আরব বসন্ত পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সময়ের জন্য (২০১৩-১৪) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি প্রেসিডেন্ট কাইস সাইদের একজন কড়া সমালোচক হিসেবেই পরিচিত।

তার আইনজীবী ওসামা বুথেলজা জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি একটি সন্ত্রাসী সংগঠন গঠনের পাশাপাশি তিউনিসিয়ানদের ইরাক ও সিরিয়ায় জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ দিতে সহায়তা করেছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে লারাইদ এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

উল্লেখযোগ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় যুদ্ধ করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv