রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত ৫০

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৭:০৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৭:০৬:২৩ অপরাহ্ন
ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ মে) গভীর রাতে চালানো এই হামলার তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, রাশিয়ার চালানো ধারাবাহিক হামলায় শহরের চারটি জেলায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো ও বেশ কয়েকটি যানবাহন। আহতদের মধ্যে রয়েছে ১১ বছর বয়সী একটি মেয়েও।

এর আগে, একই রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ হামলায় আহত হয় আরও ২০ জন। এই ধারাবাহিক হামলা ঘটলো এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে খনিজ সম্পদ উত্তোলন সংক্রান্ত কিয়েভ-ওয়াশিংটনের মধ্যে সদ্য স্বাক্ষরিত একটি চুক্তিকে কেন্দ্র করেই রাশিয়ার হামলার মাত্রা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv