
থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় পাকিস্তানি বক্সাররা চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মিডলওয়েট বক্সার শাহীর আফ্রিদি ভারতের ত্রিজোৎ সিং বাওয়াকে পরাজিত করেছেন।
ম্যাচের চতুর্থ রাউন্ডে রেফারি ম্যাচ থামিয়ে আফ্রিদিকে বিজয়ী ঘোষণা করেন, কারণ বাওয়া আত্মরক্ষার সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। শুরু থেকেই আফ্রিদি আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং ধারাবাহিক ঘুষিতে প্রতিপক্ষকে দিশেহারা করে ফেলেন।
এই জয়ে আফ্রিদির পেশাদার ক্যারিয়ারে ১৮টি লড়াইয়ে ১৬তম জয় অর্জিত হলো। তার রয়েছে মাত্র একটি পরাজয় ও একটি ড্র। ২৭ বছর বয়সী আফ্রিদি ‘মারখোর’ নামে পরিচিত এবং তিনি সিন্ধু পুলিশের র্যাপিড রেসপন্স ফোর্সে কর্মরত।
এছাড়া, নারী বিভাগে আলিয়া সুমরো থাই প্রতিপক্ষকে প্রথম রাউন্ডেই নকআউট করে সাড়া ফেলেছেন। তার এই জয় পাকিস্তানি নারী বক্সারদের আত্মবিশ্বাস ও অবস্থান আরও দৃঢ় করেছে।
এই দুটি জয় আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে পাকিস্তানের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ম্যাচের চতুর্থ রাউন্ডে রেফারি ম্যাচ থামিয়ে আফ্রিদিকে বিজয়ী ঘোষণা করেন, কারণ বাওয়া আত্মরক্ষার সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। শুরু থেকেই আফ্রিদি আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং ধারাবাহিক ঘুষিতে প্রতিপক্ষকে দিশেহারা করে ফেলেন।
এই জয়ে আফ্রিদির পেশাদার ক্যারিয়ারে ১৮টি লড়াইয়ে ১৬তম জয় অর্জিত হলো। তার রয়েছে মাত্র একটি পরাজয় ও একটি ড্র। ২৭ বছর বয়সী আফ্রিদি ‘মারখোর’ নামে পরিচিত এবং তিনি সিন্ধু পুলিশের র্যাপিড রেসপন্স ফোর্সে কর্মরত।
এছাড়া, নারী বিভাগে আলিয়া সুমরো থাই প্রতিপক্ষকে প্রথম রাউন্ডেই নকআউট করে সাড়া ফেলেছেন। তার এই জয় পাকিস্তানি নারী বক্সারদের আত্মবিশ্বাস ও অবস্থান আরও দৃঢ় করেছে।
এই দুটি জয় আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে পাকিস্তানের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।