মঙ্গলবার সকালে যখন-যে রুটে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১০:৫৮:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১০:৫৮:২০ পূর্বাহ্ন
সোমবার দেশে ফেরার কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
সোমবার (৫ মে) অ্যম্বুলেন্সটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে। এরপর, দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে।দোহায় যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল কাল সাড়ে ১০টায়।




শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।এর আগে, দলের পক্ষ থেকে বলা হয়েছিল, বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে লন্ডন-সিলেট হয়ে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া। সঙ্গে ফিরবেন দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান-ও।



উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে দলটি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv