খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রতি যেসব নির্দেশনা বিএনপির

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৪:২৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৪:২৪:২৩ অপরাহ্ন
চিকিৎসা শেষে আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাকে বহন করে আনবে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ উপলক্ষ্যে নেত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা।

রোববার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা দাঁড়াবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল- লা মেরিডিয়ান থেকে খিলখেত এলাকা, যুবদল- খিলখেত থেকে রেডিসন হোটেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দাঁড়াবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল- আর্মি স্টেডিয়াম থেকে কবরস্থান, কৃষক দল- বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল- কাকলী মোড় থেকে শেরাটন হোটেল।

এ ছাড়াও, ওলামা দল,তাতী দল, জাসাস, মৎস্যজীবী দল- শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দল ও সকল পেশাজীবী সংগঠন- বনানী কাঁচাবাজার থেকে গুলশান ২, মহিলা দল ও বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ- গুলশান ২ গোলচত্ত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকরমীদের সুবিধামতো জায়গায় থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেয়ারপার্সনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। জাতীয় ও দলীয় পতাকা নিয়ে রাস্তার এক পাশে অবস্থান করতে হবে এবং গাড়ির সঙ্গে মোটরসাইকেল বা হেঁটে চলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv