হানিয়া অ্যাকাউন্ট ব্লক, দুঃখপ্রকাশ ভারতীয় ভক্তদের

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তান একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার দাবি ওঠে এবং কিছু তারকার— জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির'সহ— ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনায় হানিয়া আমিরের ভারতীয় অনুরাগীরা দুঃখপ্রকাশ করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে তার অনুপস্থিতি নিয়ে হতাশা জানিয়েছেন। কেউ কেউ প্রযুক্তির সাহায্যে ভিপিএন  ব্যবহার করে হানিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করে তার ছবি ও ভিডিওতে মন্তব্য করেছেন— “আপনার কথা খুব মনে পড়ছে”, “ভিপিএন ব্যবহার করে আপনাকে দেখছি” ইত্যাদি।

হানিয়া আমির নিজেও তার ভক্তদের আবেগপূর্ণ বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “আমি কিন্তু এবার কেঁদে ফেলব।” এই আন্তরিক ও খোলামেলা আচরণই তাকে ভক্তদের প্রিয় করে তুলেছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মির দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে একটি স্পর্শকাতর অঞ্চল। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া বিদ্রোহ, ভারতের ভাষায় “সন্ত্রাসবাদ” এবং পাকিস্তানের দৃষ্টিতে “বৈধ স্বাধীনতাকামী আন্দোলন”, এই দ্বন্দ্বকে আরও জটিল করে তুলেছে। এর ফলেই দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রায়শই উত্তেজনায় ভরপুর থাকে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv