বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৫:০০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৫:০০:৫৬ অপরাহ্ন
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ারেন বাফেট ২০২৫ সালের শেষ নাগাদ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। শনিবার (৩ মে) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডার সভায় এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি নিউজের।

সিইও পদ ছাড়লেও বাফেট জানান, তিনি কোম্পানির একটিও শেয়ার বিক্রি করবেন না এবং কোম্পানির ভবিষ্যতের নেতৃত্বে তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, “আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক। সে দারুণ কিছু করে দেখাবে, সেই অপেক্ষায় থাকবো।”

বর্তমানে বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রেগ অ্যাবেল। ২০২১ সালেই তাকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছিল। শেয়ারহোল্ডার সভায় বাফেট আরও জানান, তার এই সিদ্ধান্তের কথা আগে থেকেই কেবল তার সন্তানরাই জানতেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালে বার্কশায়ারের সঙ্গে যুক্ত হন ওয়ারেন বাফেট এবং ১৯৭০ সাল থেকে তিনি কোম্পানিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘমেয়াদী নেতৃত্বে বার্কশায়ার হ্যাথাওয়ে হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনিয়োগ কোম্পানি।

বিশ্লেষকরা বলছেন, বাফেটের অবসর বিনিয়োগ জগতে একটি যুগের অবসান ঘটাবে, তবে গ্রেগ অ্যাবেলের অভিজ্ঞতা ও নেতৃত্বে কোম্পানি শক্ত অবস্থান বজায় রাখতে পারবে বলে আশাবাদী সবাই।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv