বৃষ্টি নিয়ে নতুন বার্তা, যা জানালো আবহাওয়া অফিস

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৫:৩৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৫:৩৪:৪১ অপরাহ্ন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার (৪ মে) ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষ করে রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা।

তাপমাত্রা বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফলে বড় ধরনের গরম বা ঠাণ্ডার পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv