তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেলো

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:০৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:০৯:২৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। অন্যদিকে, তারেক রহমানের কন্যা জায়মা রহমান যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এসব ঘটনার পর তিনি আশাবাদ জানিয়ে বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর বেশি দূরে নয়—তারেক রহমান মাঠে এসে নেতৃত্ব দেবেন।”

মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ আরও বলেন, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্য থেকে শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছেন। “তিনি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে নেতৃত্ব নেবেন”—এমনই ইঙ্গিত দেন তিনি।

ডা. জুবাইদা রহমান প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গেই দেশে ফিরেছেন তিনি। এতদিন তাঁর দেশে আসার সুযোগ হয়নি। সময়ই বলে দেবে তিনি কতদিন থাকবেন। তবে স্বামী ও মেয়েকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন বলে জানান ডা. জাহিদ। তিনি বলেন, “তিনি এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান।”

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি মহলের সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা জানান তিনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv