মিথ্যা অভিযোগে বাদ দেয়া হয়েছে বলে দাবি অব্যাহতি পাওয়া এসআইদের

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৬:০৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৬:০৬:০২ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের ৩২১ জন সদস্যকে শৃঙ্খলাভঙ্গের মিথ্যা অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ কর্মকর্তারা। তারা জানান, ১১৩ বছরের ইতিহাসে বাংলাদেশ পুলিশ একাডেমিতে এমন ঘটনা এই প্রথম।

মঙ্গলবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানান, “আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে ট্রেনিংয়ে যোগ দিয়েছিলাম। এক বছর মেয়াদি প্রশিক্ষণ প্রায় শেষ করে ফেলেছি। অথচ চার ধাপে আমাদেরকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তারা আরও বলেন, “সত্য উদঘাটনের জন্য আমরা সিসিটিভি ফুটেজ যাচাইয়ের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করা হয়নি। এখন আমরা পরিবার ও সমাজে অপমানিত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের চাকরিতে ফিরিয়ে দেশের সেবা করার সুযোগ দেওয়া হোক।”

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তাদের মধ্যে ৩২১ জনকে চার ধাপে অব্যাহতি দেওয়া হয়। পুলিশ কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেলেও, তা নিয়ে এখন বিতর্ক দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা পরিবারে হাল ধরার স্বপ্ন নিয়ে এসেছিলাম। এখন সেই পরিবারেই আমরা বোঝা হয়ে গেছি।”


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv