
রাজধানীর গুলশানের ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছায়। গাড়ি থেকে নেমে পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানের সহায়তায় অল্প কিছুদূর হেঁটে বাসার ভেতরে প্রবেশ করেন তিনি। এরপর আবার হুইলচেয়ারে বসেন।
বিএনপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়— গাড়ি থেমে গেলে তার দুই পুত্রবধূ ও গৃহকর্মী ফাতেমা তাকে ধরে নামান। নেতাকর্মীরা তাকে সালাম দিলে খালেদা জিয়া হাত তুলে জবাব দেন।
বাসার ভেতর থেকেই কথা বলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম অনেক ভালো আছেন। চিকিৎসকদের চেষ্টার পাশাপাশি দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছেন।”
বাসার ভেতর ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলটও। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির না— তিনি পুরো জাতির সম্পদ। গণতন্ত্রের জন্য যিনি নিজের জীবন বাজি রেখেছেন, আজ তিনি ফিরে এসেছেন, এটা আমাদের সবার জন্য আনন্দের।”
এর আগে বিমানবন্দর থেকে ফিরোজায় আসার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লাখো নেতাকর্মী। হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন তিনি।
বিএনপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়— গাড়ি থেমে গেলে তার দুই পুত্রবধূ ও গৃহকর্মী ফাতেমা তাকে ধরে নামান। নেতাকর্মীরা তাকে সালাম দিলে খালেদা জিয়া হাত তুলে জবাব দেন।
বাসার ভেতর থেকেই কথা বলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম অনেক ভালো আছেন। চিকিৎসকদের চেষ্টার পাশাপাশি দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছেন।”
বাসার ভেতর ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলটও। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির না— তিনি পুরো জাতির সম্পদ। গণতন্ত্রের জন্য যিনি নিজের জীবন বাজি রেখেছেন, আজ তিনি ফিরে এসেছেন, এটা আমাদের সবার জন্য আনন্দের।”
এর আগে বিমানবন্দর থেকে ফিরোজায় আসার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লাখো নেতাকর্মী। হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন তিনি।