নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার, তবে বছরের পর বছর নয়: জামায়াত আমির

আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৩:৩২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৩:৩২:০৩ অপরাহ্ন
নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। এ ব্যাপারে জামায়াত-বিএনপি ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দ্রুত কালো টাকা আর অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।
দীর্ঘদিন পর উত্তরের জেলা নীলফামারিতে জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকাল ৯টায় পৌরসভা মাঠে সমাবেশ শুরুর কথা থাকলেও, ভোর থেকেই মাঠে ভিড় করেন কর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলাম।

তিনি বলেন, সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

এদিকে ঢাকায় মহানগর দক্ষিণে জামায়াতের শ্যামপুর-কদমতলী অঞ্চলের কর্মী সম্মেলনে অংশ নেন কয়েকশ নেতাকর্মী। সেখানে আগামী নির্বাচনে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহারের শঙ্কা জানিয়ে পরিবেশ তৈরির জন্য এসব উদ্ধারের দাবি জানান জামায়াত নেতা  মাওলানা রফিকুল ইসলাম।এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে অকার্যকর করতে চক্রান্ত করছে। তাদের অপসারণের দাবি করেন তারা।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv