ভারত ফেরত রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিলেন মরিয়ম নওয়াজ

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১২:১৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১২:১৮:০৫ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এখন তুঙ্গে। প্রতিবেশী দুই দেশের বৈরি সম্পর্ক দীর্ঘদিন ধরে চললেও সম্প্রতি পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে তা এখন চরম উত্তেজনায় রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে উভয় দেশেই প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পৃথক পদক্ষেপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতে অবস্থানরত সব পাকিস্তানিদের দেশে ফেরার নির্দেশ দেয় ভারত সরকার।





ভারতের এমন নির্দেশনায় বিপাকে পড়ে অনেক পাকিস্তানি চিকিৎসাপ্রত্যাশী নাগরিক। চিকিৎসাসেবার জন্য ভারতে পাড়ি জমিয়ে ছিলেন অনেক পাকিস্তানি। কিন্তু চিকিৎসা নেয়ার বা পাওয়ার আগেই যাদের নিজ দেশ পাকিস্তানে ফেরত আসতে হয়েছে। এবার তাদের সুখবর জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।




মঙ্গলবার (৬ মে) বোল নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নির্দেশ দিয়েছেন, যেসব পাকিস্তানি রোগী চিকিৎসা সম্পন্ন না করেই ভারত থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হোক।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার জন্য কয়েকজন পাকিস্তানি রোগী তাদের মেডিকেল ভিসা সংক্ষিপ্ত করে গুরুতর অবস্থায় বাড়ি ফিরেছেন। এ অবস্থায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে মরিয়ম নওয়াজ নির্দেশ দিয়েছেন, পাঞ্জাবে এ ধরনের সব রোগীর, বিশেষ করে যাদের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন বা গুরুতর সমস্যা রয়েছে, তাদের সরকারি খরচে চিকিৎসা করানো হোক।




এ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত থেকে ফেরত আসা আমাদের নাগরিককে চিকিৎসার মধ্যপথে ছেড়ে দেব না। তাদের এই কঠিন সময় সহায়তা করার জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোরও দেন মরিয়ম নওয়াজ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv