শেখ হাসিনাকে ৮ মে তলব করেছে দুদক

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৪৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৪৫:২৩ অপরাহ্ন
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনাকে নির্ধারিত দিনে দুদকে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে থেকেই গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকা শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে সাড়া না দিলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাতে পারেন।

জানা গেছে, ক্ষমতায় থাকাকালে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে।

এর আগে, জানুয়ারিতে আন্তর্জাতিক তিনটি বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv