ভারত হামলা বন্ধ করলে আমরাও করবো: পাক প্রতিরক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৯:০২ অপরাহ্ন
ভারত যদি হামলা বন্ধ করে, তাহলে পাল্টা হামলাও বন্ধ করবে পাকিস্তান—এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (৬ মে) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ বলেন, "ভারতই প্রথম হামলা চালিয়েছে। যদি তারা পিছু হটে এবং আগ্রাসন বন্ধ করে, আমরাও নিশ্চয়ই উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেব।" তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই আক্রমণকারী নয়, বরং আত্মরক্ষার জন্যই তারা প্রতিক্রিয়া জানায়।

প্রতিরক্ষামন্ত্রী জানান, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কোনো আলোচনা হচ্ছে কি না, সে সম্পর্কে তিনি অবগত নন।

এর আগে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের সশস্ত্রবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, এসব হামলা ছিল ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’র বিরুদ্ধে পরিচালিত ‘প্রিসিশন স্ট্রাইক’। পাকিস্তানও এর পাল্টা জবাবে ভারতের যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv