‘এ’ দলের সিরিজ

এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।

মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৪৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই ‘এ’ দল ৪৬.৩ ওভারে ২৫৭ রানেই গুটিয়ে যায়। এতে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

নিউজিল্যান্ডের পক্ষে একমাত্র উজ্জ্বল ব্যাটার ছিলেন ওপেনার ডেল ফিলিপস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি ৭৯ রান করেন। শেষদিকে মিচ হেস ৩৮ ও ক্রিস্টিয়ান ক্লার্ক অপরাজিত ৩৯ রান করে হার কিছুটা সম্মানজনক করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন সেরা, ৩টি উইকেট তুলে নেন তিনি।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন ৮ রানে ফিরলে ধাক্কা খায় দল। এরপর এনামুল হক বিজয় (৩৯) ও নাঈম শেখ (৪০) কিছুটা প্রতিরোধ গড়েন। তবে মূল ভিত্তি গড়ে দেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

দুজনের ব্যাটে গড়ে ওঠে ২২৫ রানের বিশাল জুটি। সোহান ১১২ রানে আউট হলেও, অঙ্কন ইনিংসের শেষ ওভারে থামেন ১০৫ রানে। শেষদিকে মোসাদ্দেকের ১৩ রানে ভর করে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ৩৪৪ রান।

নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্ক ২টি উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’। এখন তৃতীয় ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv