পাকিস্তানের গোলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৬:২৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৬:২৯:০৮ অপরাহ্ন
কাশ্মির সীমান্ত জুড়ে ভয়াবহ উত্তেজনা! মঙ্গলবার রাত থেকে ভারতের জম্মু-কাশ্মিরের বেসামরিক এলাকায় কামানের গোলা ছুড়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় এখন পর্যন্ত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত, আহত ৪৩।

জবাবে ভারত মধ্যরাতে পাকিস্তানের নিয়ন্ত্রিত অন্তত ৯টি স্থানে চালিয়েছে পাল্টা হামলা। মাত্র ২৫ মিনিটে ছোড়া হয়েছে ২৪টি মিসাইল। ভারতের দাবি, এতে পাকিস্তানে প্রাণ হারিয়েছে অন্তত ৭০ জন। যদিও পাকিস্তান বলছে, নিহত ২৬।

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর দুইপক্ষের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। এতে ভারত-অধিকৃত কাশ্মিরেই নিহত অন্তত ১০, আহত ৩০।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পক্ষ থেকে স্বীকারোক্তি এসেছে—তাদের ৩টি বিমান বিধ্বস্ত হয়েছে।

চরম উত্তেজনার মধ্যে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকে সেনাবাহিনীকে "উপযুক্ত জবাব" দিতে অনুমতি দিয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com