হামলায় অংশ নেয় ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান : পাকিস্তান

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৬:৪৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৬:৪৮:২৫ অপরাহ্ন
কাশ্মিরে রক্তাক্ত উত্তেজনার মধ্যেই মুখ খুললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের তিনি জানান, ভারতের অন্তত ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান রাতের আঁধারে পাকিস্তানের বেসামরিক এলাকায়, এমনকি মসজিদেও হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে “ঘৃণ্য কাজ” বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

ইসহাক দার বলেন, “পাকিস্তান যুদ্ধ শুরু করতে চায় না। আমরা শান্তির পক্ষে। কিন্তু আমাদের আকাশসীমা লঙ্ঘন করা হলে চুপ করে বসে থাকাও সম্ভব না।”

তার দাবি, পাকিস্তানের সেনাবাহিনী এখনো সংযম দেখাচ্ছে এবং আক্রমণকারী বিমানগুলোর প্রতিই প্রতিক্রিয়া জানিয়েছে। এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি আরও বলেন, “যদি আমাদের বিমান বাহিনীকে পূর্ণাঙ্গ পাল্টা হামলার অনুমতি দেওয়া হতো, তাহলে চিত্র অন্য রকম হতে পারত।”

এর আগে বুধবার মধ্যরাতে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে পাল্টা হামলা চালায়। ভারত দাবি করেছে, মাত্র ২৫ মিনিটে ২৪টি মিসাইল ছুড়ে পাকিস্তানে অন্তত ৭০ জনকে হত্যা করেছে তারা। যদিও পাকিস্তান বলছে, নিহত ২৬ জন।

সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এখনও চলছে তুমুল গোলাগুলি। এতে ভারত-অধিকৃত কাশ্মিরে নিহত ১৫, আহত ৩০ জনের বেশি।

এই অবস্থায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সেনাবাহিনীকে "উপযুক্ত প্রতিক্রিয়া" জানানোর পূর্ণ অনুমতি দিয়েছে। দক্ষিণ এশিয়ায় ফের বড় ধাক্কা—উভয় দেশই যুদ্ধের দোরগোড়ায়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv