
ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের করাচি, শিয়ালকোট ও লাহোর বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকবে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশনাল ব্যবস্থার কারণে কিছু বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে করাচি বিমানবন্দর কখন থেকে পুনরায় চালু হবে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।
এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।
এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।