আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা-সহিংসতা আমাদের শত্রু: মালালা ইউসুফজাই

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০২:০২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০২:০২:৩২ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে শান্তির বার্তা দিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতাই আমাদের আসল শত্রু।”

বৃহস্পতিবার (৮ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে মালালা এই মন্তব্য করেন। তিনি বলেন, উত্তেজনা না বাড়িয়ে বরং শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া জরুরি।

সাম্প্রতিক হামলা ও পাল্টা-হামলায় নিহত বেসামরিক নাগরিকদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন মালালা। বলেন, “এই বিপজ্জনক সময়ে আমি পাকিস্তানের আমার পরিবার, বন্ধু ও সহকর্মী মেয়েদের কথা ভাবছি।”

তিনি মনে করেন, সংলাপ ও কূটনীতিই পারে উত্তেজনা কমাতে। মালালা বলেন, “সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।”

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। এমন সময়েই শান্তির ডাক দিলেন মালালা ইউসুফজাই।

উল্লেখ্য, ২০১২ সালে তালেবানের গুলিতে আহত হন মালালা। এরপর যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা করেন এবং মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রাপ্ত নোবেল।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv