চার মাসে নৌপথে ১০ মরদেহ উদ্ধার, আটক ২০

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০২:৫৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০২:৫৪:৫৬ অপরাহ্ন
গত চার মাসে একের পর এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। ধরা পড়েছে ২০ জন, আর উদ্ধার হয়েছে ১০ জনের মরদেহ— যাদের পরিচয় এখনো অজানা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকায় কোস্ট গার্ড সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন।

তিনি বলেন, নৌপথে পণ্য পরিবহনের নামে পণ্য মজুদের অপচেষ্টা ঠেকাতে অভিযান চালানো হয়েছে ১,২৫৭টি লাইটার জাহাজে। নাবিক আর কর্মীদের করা হয়েছে সতর্ক। পাশাপাশি বোট টহল দিয়ে নৌপথে চলছে নিরাপত্তা নজরদারি।

জাটকা রক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১ লাখ ৫৬ হাজার ৫৩০ কেজি জাটকা মাছ, অবৈধ জাল আর অনুমোদনহীন ট্রলার জব্দ করা হয়েছে।

আসন্ন ঈদুল আযহা সামনে রেখে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। লঞ্চঘাট, ফেরিঘাট, পন্টুন— সব জায়গায় টহল ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কোস্ট গার্ড।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv