ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৩:৫৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৩:৫৯:৫৩ অপরাহ্ন
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে পড়া ১২টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।বুধবার প্রতিবেশী দেশটির ভেতরে বিভিন্ন লক্ষ্যস্থলে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর বৃহস্পতিবার পাকিস্তান এ দাবি করল।
এ দিন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে উচ্চ সতর্কাবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজস্থানের গঙ্গানগর থেকে গুজরাটের কচ্ছের রণ পর্যন্ত সীমান্ত বরাবর আকাশপথে সুখোই-৩০ যুদ্ধ বিমান নিয়ে টহল দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ওই অঞ্চলে ড্রোন বিধ্বংসী ব্যবস্থাও মোতায়েন করেছে ভারতীয় বাহিনী।এই টানটান উত্তেজনার মধ্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত বেঁধে যেতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে।



বৃহস্পতিবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি অভিযোগ করে বলেছেন, ভারত গত রাতে পাকিস্তানের দুই প্রধান শহর করাচি ও লাহোরসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হারোপ ড্রোন পাঠিয়েছে। সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।ভারতীয় ড্রোনের পাকিস্তানের ‘আকাশসীমা লঙ্ঘনকে আরেকটি নির্লজ্জ সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছেন তিনি।পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে রয়টার্সের জাননো মন্তব্যের অনুরোধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।




পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান বলেছেন, “ওয়াল্টন বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এটি লাহোরের আবাসিক এলাকার ভেতরে একটি বিমানক্ষেত্র। ভারতের সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি বিমানক্ষেত্রটিতে একটি সামরিক স্থাপনাও আছে।পাকিস্তানি গণমাধ্যম ডন পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরিফ চৌধুরির বরাত দিয়ে জানিয়েছে, ভারতের আরেকটি ড্রোনের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন।





ভারতীয় ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যস্থলে আংশিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে,” বলেছেন চৌধুরি।তিনি আরও জানান, সিন্ধুর মিয়ানোতে আরেকটি ড্রোনের হামলায় এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।পাকিস্তানের লাহোর, আটক, গুজরানাওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির কাছে ভারতীয় ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান আইএসপিআরের এ প্রধান জানিয়েছেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv