
অবশেষে নতুন সদস্য সংগ্রহে আগের কড়া অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। এবার আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দলের প্রাক্তন নেতাকর্মী, এমনকি অরাজনৈতিক ব্যক্তিরাও শর্তসাপেক্ষে বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু অনেক আগেই তা ছেড়ে দিয়েছেন, যারা তাদের দুঃশাসন, লুটপাট, বর্বরতা কিংবা টাকা পাচারের রাজনীতি পছন্দ করেন না—তারা বিএনপিতে যোগ দিতে পারবেন।’
তবে যোগদানের ক্ষেত্রে থাকছে কিছু মানদণ্ড। রিজভী বলেন, ‘শুধু পরিচ্ছন্ন ইমেজ থাকলেই হবে না, দলের আদর্শ ধারণ করেন কিনা সেটাই মুখ্য। এ ক্ষেত্রে আবেদন ফরম পূরণ করতে হবে, যার ভিত্তিতে হবে যাচাই-বাছাই।’
তিনি জানান, ‘শ্রমিক, কৃষক, ব্যাংকার—সমাজের যেকোনো পেশার মানুষ যারা ক্লিন ইমেজের, তারা বিএনপির সদস্য হতে পারবেন। তবে যারা এলাকায় সন্ত্রাস করেছে, জমি দখল বা টাকা পাচারে যুক্ত ছিল, তারা যাতে ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।’
বিএনপির প্রত্যাশা—রাজনীতির বাইরে থাকা বা আগ্রহী সাধারণ মানুষ দলের প্রতি আকৃষ্ট হবেন এবং সদস্য হতে আগ্রহ দেখাবেন। রিজভী বলেন, ‘এখন তো আগের মতো সেই আগ্রাসন আর নেই।’
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, ‘আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদ দেওয়া যাবে না।’ এবার দলটি পূর্বের সেই নির্দেশনা থেকে পিছিয়ে এসেছে।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু অনেক আগেই তা ছেড়ে দিয়েছেন, যারা তাদের দুঃশাসন, লুটপাট, বর্বরতা কিংবা টাকা পাচারের রাজনীতি পছন্দ করেন না—তারা বিএনপিতে যোগ দিতে পারবেন।’
তবে যোগদানের ক্ষেত্রে থাকছে কিছু মানদণ্ড। রিজভী বলেন, ‘শুধু পরিচ্ছন্ন ইমেজ থাকলেই হবে না, দলের আদর্শ ধারণ করেন কিনা সেটাই মুখ্য। এ ক্ষেত্রে আবেদন ফরম পূরণ করতে হবে, যার ভিত্তিতে হবে যাচাই-বাছাই।’
তিনি জানান, ‘শ্রমিক, কৃষক, ব্যাংকার—সমাজের যেকোনো পেশার মানুষ যারা ক্লিন ইমেজের, তারা বিএনপির সদস্য হতে পারবেন। তবে যারা এলাকায় সন্ত্রাস করেছে, জমি দখল বা টাকা পাচারে যুক্ত ছিল, তারা যাতে ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।’
বিএনপির প্রত্যাশা—রাজনীতির বাইরে থাকা বা আগ্রহী সাধারণ মানুষ দলের প্রতি আকৃষ্ট হবেন এবং সদস্য হতে আগ্রহ দেখাবেন। রিজভী বলেন, ‘এখন তো আগের মতো সেই আগ্রাসন আর নেই।’
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, ‘আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদ দেওয়া যাবে না।’ এবার দলটি পূর্বের সেই নির্দেশনা থেকে পিছিয়ে এসেছে।