সংলাপে বসলো ইসলামী ঐক্যজোট ও ইসলামী আন্দোলন

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৩৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৩৫:১০ অপরাহ্ন
সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক সংলাপে বসেছে ইসলামী ঐক্যজোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ শুরু হয়।



ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের নেতৃত্বে সংলাপে অংশ নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা জোনায়ের আহমাদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতী শামসুল আলম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা লিয়াকত আলী এবং সহকারী সাংগঠনিক সচিব মাওলানা মাসরূর আহমাদ।


ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) নেতৃত্বে সংলাপে অংশ নেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv