ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে পুলিশ

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৫:৪০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৫:৪০:৫৯ অপরাহ্ন
বুয়েনস এইরেসের একটি হেলথ ক্লিনিকে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে তারা। আদালতের নির্দেশেই মধ্যরাতে পুলিশ এ অভিযান চালিয়েছে। চার ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরের আলোয় শেষ হয় তা।




পুলিশ জানায়, ম্যারাডোনার চিকিৎসা সম্পর্কিত ২৭৫ পৃষ্ঠার আর্কাইভ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আদান-প্রদান করা ৫৪৭টি ইমেইল জব্দ করা হয়েছে।





লস অলিভস ক্লিনিকের চিকিৎসা পরিচালক পাবলো দিমিত্রিফ সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের আগে ম্যারাডোনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরপর সেই ক্লিনিকে কোনো জটিলতা ছাড়াই তার অস্ত্রোপচার করেন এক নিউরোসার্জন। তবে পরীক্ষা-নিরীক্ষাগুলো নথিভুক্ত করা হয়নি। তাই আদালত সেগুলো ২০২০ সালে ৩ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সবগুলো নথি জব্দ করার নির্দেশ দেন।





মস্তিষ্ক ও খুলিতে ক্ষত থাকার কারণে ছুরি-কাঁচির নিচে যেতে হয় ম্যারাডোনাকে। অলিভোস ক্লিনিকে অস্ত্রোপচারের পর ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আইসিইউতে ছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়। লম্বা সময় ধরেই কোকেন ও মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে জয়ের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বরে পৃথিবীকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।




তবে পরিবারের সদস্যেরা মনে করছেন, স্বাভাবিকভাবে হয়নি তাঁর মৃত্যু। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv