যমুনার সামনে হেফাজতের বিনামূল্যে পানি-স্যালাইন বিতরণ

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৪:০৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৪:০৫:১৮ অপরাহ্ন
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে আন্দোলন করে যাচ্ছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) সকালে সংবাদ সম্মেলন থেকে জুমার নামাজের পরে বিশাল জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
ফলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন আন্দোলনকারীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এবং তৈরি করা মঞ্চ খোলা রাস্তায় হওয়ায় অস্বস্তিতে পড়ে আন্দোলনকারীরা।তীব্র গরমে আন্দোলনকারীদের স্বস্তি দিতে এ সময় হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনকে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে দেখা যায়। 





শুক্রবার (৯ মে) রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে এবং পরে পানির ফোয়ারার সামনে তৈরি করা মঞ্চের সামনে পানি ও স্যালাইন বিতরণ করতে দেখা যায়।এ সময় বিতরণকারীদের সঙ্গে কথা বললে তারা জানান, হেফাজতে ইসলামের পক্ষ থেকে এসব পানি দেওয়া হয়েছে।এ ছাড়া যমুনার সামনে বিনামূল্যে পানি ও খাওয়ার স্যালাইন ও বিস্কুট বতরণ করে একটি সংগঠন। বিতরণকারীরা জানান, মিরপুরের ‘পিসব’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি’তে এসব পানি-বিস্কুট পাঠানো হয়েছ।



যমুনার সামনে কোনো ধরনের দোকান খোলা না থাকায় এসব পানি, স্যালাইন ও বিস্কুট দিতে ক্ষুধা-তৃষ্ণা মিটিয়েছেন বিক্ষোভকারীদের অনেকে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv