পাকিস্তানের সিয়ালকোটে ব্যাপক সংঘর্ষ

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন
ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসেবে 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সিয়ালকোট শহরে বিরোধপূর্ণ সীমান্তের কাছে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। 



যুদ্ধে মোড় নিচ্ছে ভারত-পাকিস্তান সংঘাত? যুদ্ধে মোড় নিচ্ছে ভারত-পাকিস্তান সংঘাত? দেশটি জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা অন্তত ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া লাহোর ও করাচির বাসিন্দারাও গত কয়েক ঘণ্টায় ঘনবসতিপূর্ণ এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। 



কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান শাহবাজ শরিফ কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তান শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এরই মধ্যে পরিস্থিতি শান্ত করার বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পাকিস্তান জানিয়েছে, তারা এই হামলার মুখে নীরব থাকতে পারে না। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com