‘অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে বলিউড

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:২০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:২০:০১ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন সেই প্রেক্ষাপটে পাকিস্তানে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা নির্মাণে ঝাঁপিয়ে পড়েছে বলিউড। এই বাস্তব সামরিক অভিযানকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিনেমা তৈরির প্রস্তুতি শুরু করেছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান।

শনিবার (১০ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বলিউডের অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিন্দুর’ নামটি রেজিস্ট্রেশন করেছে। এরইমধ্যে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যৌথভাবে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামের দুই প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটি পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। ৯ মে রাতে সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, ইউনিফর্ম পরা এক নারী সৈনিক রাইফেল হাতে সিঁদুর পরছেন। পেছনে যুদ্ধবিমান, ট্যাংক ও কাঁটাতারের আবহে চিত্রটি সাজানো হয়েছে। পোস্টারের উপরে লেখা হয়েছে- “ভারত মাতা কি জয়”।

এই দ্রুতগতির উদ্যোগ নিয়ে বলিউডকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। শিবসেনা (ইউবিটি) দলের সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী একে ‘সুযোগসন্ধানী’ কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটা দুঃখজনক যে বলিউড এমন এক সংবেদনশীল সময়ে যুদ্ধকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

প্রসঙ্গত, ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিন্দুর’ অভিযানটি ৬ ও ৭ মে মধ্যরাতে পাকিস্তানে পরিচালিত হয় বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। তবে এ নিয়ে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv