খেলাধুলা মানুষকে একত্রিত করে, আজ সেটিই আক্রমণের সম্মুখীন: আফ্রিদি

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৪:৫২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৪:৫২:০৬ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে খেলাধুলা ও গণমাধ্যম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শনিবার (১০ মে) দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে জানানো হয়, এক্স (সাবেক টুইটার) এ দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

৯ মে এক্সে দেওয়া পোস্টে আফ্রিদি লেখেন, “খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।”

ভারতীয় গণমাধ্যমেরও কড়া সমালোচনা করেন আফ্রিদি।
তিনি বলেন, “ভারতীয় গণমাধ্যম সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।”

সবশেষে শান্তির বার্তা দিয়ে তিনি লেখেন, “আবারও স্ট্যাম্প উত্থিত হোক। শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও।”

সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আফ্রিদির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একসময়ের বিশ্বখ্যাত অলরাউন্ডার হিসেবে পরিচিত আফ্রিদি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সরব ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv