‘মা’ শব্দের অতলে লুকানো পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা: তারেক রহমান

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন ‘আন্তর্জাতিক মা দিবস’। এই দিনটির তাৎপর্য তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “মা” শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর ও স্পর্শকাতর শব্দ, যার অন্তর্নিহিত অর্থ ভালোবাসা, মমতা ও নিঃস্বার্থ আত্মত্যাগ।

রোববার (মা দিবস উপলক্ষে) দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের জীবনে শান্তি, সুস্থতা ও আনন্দ কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘মা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি আন্তর্জাতিক স্বীকৃতি। প্রতিটি মা পরিবারে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান, যাঁর স্নেহ-শিক্ষায় শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। মা-ই পারেন একজন শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে।’

তিনি আরও বলেন, ‘মা ক্লান্তি ও দুঃখ ভুলে সব সময় সন্তানের পাশে থাকেন। তাঁর সাহচর্যে সন্তান যেমন নৈতিকতা ও মূল্যবোধ শেখে, তেমনি নির্মল চরিত্র ও মানবিকতা অর্জন করে। বিভিন্ন দেশে মা দিবস উদযাপনের মাধ্যমে এই উপলক্ষটি আরও বিশিষ্টতা পেয়েছে।’

নারী শিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদের সমাজে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় বিএনপি সরকারের সময় নারী শিক্ষা প্রসারিত হয়েছে। ছাত্রীরা যাতে স্কুল থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে তিনি নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন।’

তারেক রহমান বলেন, ‘শৈশবের প্রতিটি অনুভূতিতে—আনন্দ, কষ্ট, ভয় কিংবা আশা—মায়ের নাম গভীরভাবে জড়িয়ে থাকে। আজকের এই বিশেষ দিনে আমি আশা করি, প্রতিটি মা তাঁর সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার সক্ষমতা অর্জন করুন। একটি সন্তানকে সঠিক পথে পরিচালিত করার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন একজন আদর্শ মা।’

 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv