আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০২:১৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০২:১৬:২০ অপরাহ্ন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় নিবন্ধন দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ জানাই। তবে দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাই। জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “সারাদেশে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি— নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করুন।”

এর আগে শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে— এটাই প্রত্যাশা।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সারাদেশ আবারও রাজধানীমুখী মার্চ শুরু করবে।”

নাহিদ ইসলাম তার বিবৃতিতে আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ফ্যাসিস্ট মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv