জাপার নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে অভিযোগ দেবে গণঅধিকার

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:৩২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:৩২:২০ অপরাহ্ন

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে দলটি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী মনে করে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিল চেয়ে আগামীকাল সোমবার (১২ মে) নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দেবে তারা।

রোববার (১১ মে) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতারা।

দলের সভাপতি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু ‘অথর্ব’ উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষে নমনীয় ভূমিকায় রয়েছেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, “যারা আওয়ামী লীগের পুনর্বাসনে জড়িত, তাদের চিহ্নিত করতে হবে।”

দলটির শীর্ষ নেতা নুরুল হক নুর বলেন, “অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় সরকারে রূপান্তর করে ড. মুহাম্মদ ইউনূসকে শক্তিশালী করতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ জরুরি।” তিনি জাতীয় সংলাপের আহ্বান জানান এবং বলেন, “চট্টগ্রাম বন্দর ও করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও সংস্কার আবশ্যক।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত সঠিক, তবে দ্রুত প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করতে হবে।” তিনি আরও জানান, আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণঅধিকার পরিষদ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv