ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৫:৫২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৫:৫২:৩৮ অপরাহ্ন
কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে আইপিএলের মতো আন্তর্জাতিক নজরকাড়া টুর্নামেন্টে। এই ঘটনায় সবচেয়ে নজরকাড়া মুহূর্ত ছিল ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে যাওয়া।

ম্যাচ চলাকালীন পাকিস্তানের পাল্টা ড্রোন হামলার আশঙ্কায় স্টেডিয়ামে উপস্থিত দর্শক, খেলোয়াড়, ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় খেলা বন্ধ করে সবাইকে স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঞ্জাব কিংসের সহ-মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা, যিনি নিজেও স্টেডিয়াম ছাড়ার আহ্বান জানিয়ে ভক্তদের শান্ত থাকতে অনুরোধ করেন।

এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্রুত পদক্ষেপ নিয়ে ভারতীয় রেলওয়ের সহায়তায় একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে, যাতে খেলোয়াড়, কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদে ধর্মশালা থেকে দিল্লি ফিরিয়ে আনা হয়।

দিল্লি পৌঁছে প্রীতি জিন্তা সামাজিক মাধ্যমে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক্সে তিনি লেখেন, “গত কয়েকটা পাগলাটে দিনের পর অবশেষে আমি বাড়িতে পৌঁছেছি।” তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিসিসিআই সভাপতি জয় শাহ, এবং পাঞ্জাব কিংস টিমের কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

সবচেয়ে প্রশংসনীয় বিষয় ছিল—এত বড় নিরাপত্তা হুমকি সত্ত্বেও স্টেডিয়ামে কোনো আতঙ্ক বা বিশৃঙ্খলা তৈরি হয়নি, যা দর্শক ও আয়োজকদের সচেতনতা এবং শৃঙ্খলারই প্রমাণ।

এই ঘটনার পর আইপিএলের বাকি ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যু পরিবর্তন করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv