
টানা ১৮ দিন পর ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে অবশেষে শান্তিপূর্ণ রাত পার করলো সীমান্ত এলাকার বাসিন্দারা। সোমবার (১১ মে) দিবাগত রাতে সীমান্তে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি, নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জম্মু-কাশ্মিরের প্রায় সব এলাকাই ছিল শান্তিপূর্ণ। বেশিরভাগ অঞ্চল থেকে ব্ল্যাকআউটের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। এছাড়া এ রাতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কোনো অভিযোগও উত্থাপিত হয়নি।
তবে সতর্ক অবস্থানেই ছিল উভয় দেশের সেনাবাহিনী।
এর আগে, গত শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ভারত ও পাকিস্তান সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে দুই পক্ষ।
সীমান্ত এলাকায় শান্তি ফিরতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন এলওসি সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জম্মু-কাশ্মিরের প্রায় সব এলাকাই ছিল শান্তিপূর্ণ। বেশিরভাগ অঞ্চল থেকে ব্ল্যাকআউটের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। এছাড়া এ রাতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কোনো অভিযোগও উত্থাপিত হয়নি।
তবে সতর্ক অবস্থানেই ছিল উভয় দেশের সেনাবাহিনী।
এর আগে, গত শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ভারত ও পাকিস্তান সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে দুই পক্ষ।
সীমান্ত এলাকায় শান্তি ফিরতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন এলওসি সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ।