দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:০৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:০৯:৪০ অপরাহ্ন
বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ—এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি।”

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও জনগণের ভোটাধিকার হরণ করার দায়ে। এটি কোনো একক সিদ্ধান্ত নয়, সবার সঙ্গে পরামর্শ করেই নিষিদ্ধ করা হয়েছে।”

সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে সাংবাদিক ইউনিয়নগুলো পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল। অথচ তাদের উচিত ছিল সাংবাদিকদের অধিকার, কপিরাইট ও ন্যূনতম বেতন সংক্রান্ত বিষয়ে সোচ্চার হওয়া। ৩০ হাজার টাকার নিচে বেতন দেওয়া হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত।”

শেয়ার বাজারে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “গত ১৫ বছরে শেয়ার বাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে, যার বিচার হয়নি। এখন যেন শেয়ার বাজার আবার ডাকাতের আখড়া না হয়—এমনটা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv