আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:০৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:০৫:৪৫ অপরাহ্ন
বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির পেছনে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, "এটা জনমত নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক অপকৌশল।"

সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন পিন্টুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি। একই সঙ্গে রাজধানীতে নিষিদ্ধ এলাকায় এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) বিক্ষোভ করার ঘটনাকে কেন্দ্র করে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মির্জা আব্বাস।

তিনি বলেন, "যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলে, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে না, তবে এ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার দলকে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে।"

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান লাগাতার আন্দোলনকে 'নাটক' আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতেও বড় কোনো অপকর্মের আগে মানুষকে বিভ্রান্ত করতে এমন কৌশল নিয়েছেন। এটি সেই ধরণেরই একটি পরিকল্পিত চাল।"

এসময় তিনি অভিযোগ করেন, "মানবিক করিডোরের নামে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্দেশ্যে সুবিধা দেওয়া হচ্ছে। অথচ জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা এ ইস্যুতে প্রশ্নবিদ্ধ। প্রশাসনেও চলছে বিএনপি নিধনের অভিযান—এবার সেখানে স্থান দিচ্ছে আওয়ামী লীগ ও জামাতপন্থীদের।"

তিনি আরও বলেন, "দেশ ভালো অবস্থানে নেই। মানবাধিকার, মতপ্রকাশ ও বিচারব্যবস্থার স্বাধীনতা হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠা।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv