রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চুক্তিতে সম্মত হয়েছেন আলোনসো

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:১০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:১০:০৭ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদে ফিরছেন সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো, তবে এবার খেলোয়াড় হিসেবে নয়—গ্যালাক্টিকোদের নতুন হেড কোচ হিসেবে। স্প্যানিশ ও ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলোনসো তিন বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন রিয়ালের সঙ্গে, এবং এ বিষয়ে ইতোমধ্যেই চূড়ান্ত সমঝোতা হয়েছে।

বিশ্ববিখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, চুক্তির আওতায় কোচিং স্টাফ নির্বাচনসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলতি বুন্দেসলিগা মৌসুম শেষে, অর্থাৎ মে মাসের শেষ দিকে তিনি দায়িত্ব নেবেন বর্তমান কোচ কার্লো আনচেলত্তির জায়গায়।

আনচেলত্তি ইতোমধ্যেই বলেছেন, "আলোনসো অসাধারণ কাজ করেছে। আমি শুনেছি সে লেভারকুজেন ছাড়ছে। তার জন্য রিয়ালের দরজা সবসময় খোলা। সে বিশ্বের সেরা কোচদের একজন হয়ে উঠেছে।"

২০২৪-২৫ মৌসুম শেষ হবে ২৫ মে, সেদিনই আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে রিয়াল মাদ্রিদ। এরপর গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে আলোনসোই কোচ হিসেবে দলের নেতৃত্ব দেবেন, এমনটাই জানাচ্ছে ক্লাব সূত্র।

আলোনসো বর্তমানে বায়ার লেভারকুজেন এর কোচ হিসেবে দুর্দান্ত সফল সময় পার করছেন। তার অধীনে ক্লাবটি অপরাজিত থেকে বুন্দেসলিগা জিতেছে এবং ইউরোপা লিগ ও জার্মান কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে।

রিয়ালে তার কোচিংয়ে প্রত্যাবর্তন অনেকটাই প্রতীকী—যেখানে তিনি খেলোয়াড় হিসেবে এক সময় ইউরোপ জয় করেছিলেন, এবার সেই মঞ্চে ফিরছেন নেতৃত্ব দিতে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv