পোপ লিও’র প্রথম রোববারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
নবনির্বাচিত ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ প্রথম রোববারের ভাষণে বিশ্ব নেতাদের শান্তির বার্তা ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীতে আর কোনো যুদ্ধ নয়।’ ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হাজারও মানুষের সামনে দেওয়া এই ভাষণে ইউক্রেন, গাজা ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

পোপ লিও বলেন, ‘আমি বিশ্বের ক্ষমতাধরদের উদ্দেশে আবারও বলতে চাই—আর কোনো যুদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৮০ বছর আগে, অথচ আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ড খণ্ড ধ্বংসযজ্ঞ দেখছি।’

ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রিয় ইউক্রেনীয় জনগণের যন্ত্রণা হৃদয়ে অনুভব করছি। যেন খুব দ্রুত একটি সত্যিকারের, খাঁটি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। বন্দিদের মুক্তি দেওয়া হোক, শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।’

গাজা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতিতে আমি গভীরভাবে মর্মাহত। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হোক, বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হোক এবং সব জিম্মিকে মুক্তি দেওয়া হোক।’

পোপ লিও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। আমি আশা করি, আসন্ন আলোচনার মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।’

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দুই দিনের গোপন কনক্লেভ শেষে পোপ লিও চতুর্দশকে ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। আগামী ১৮ মে, সেন্ট পিটার্স স্কয়ারে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে অভিষিক্ত করা হবে।

উল্লেখ্য, তিন বছর আগে রবার্ট প্রেভোস্ট নামে পরিচিত থাকা অবস্থায় পোপ লিও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধ’ আখ্যা দিয়ে মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানিয়েছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv