সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:০০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:০০:৫৬ অপরাহ্ন
সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার (১২ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ অনুযায়ী সুন্দরবন রিজার্ভ ফরেস্ট ঘিরে ঘোষিত ১০ কিলোমিটার এলাকার ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’তে নতুন কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন করা যাবে না।

তবে, সেখানে পরিবেশবান্ধব কার্যক্রম যেমন: প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। সরকার মনে করছে, সুন্দরবনকে ঘিরে গঠিত ইসিএ অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়। ২০ দিন পর আজ আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হলো।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv